|| আনন্দ সারাবেলা ডেস্ক ||
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সংস্কৃতি কর্মী আনোয়ার হোসেন আনার৷তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে।
শনিবার ১৭ই এপ্রিল সকাল ৬টায় রাজধানীর বার্ডেম হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷
আনোয়ার হোসেন উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন৷ তিনি শহরের আমলাপাড়ার তারু সরদারের ছেলে৷ সংস্কৃতি কর্মী আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ছিলেন৷ তিনি নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিরও সদস্য ছিলেন।
শনিবার বাদ জোহর নারায়ণগুঞ্জের মিশনপাড়া জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন৷
আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ৷