ক্যান্সারের তৃতীয় পর্যায়ে সঞ্জয় দত্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের ফুসফুসে বাসা বেধেছে ক্যানসার। প্রথম ও দ্বিতীয় পর্যায় পেরিয়ে প্রাণঘাতি এই রোগ সঞ্জয়ের শরীরে তৃতীয় পর্যায়ের জায়গা করে নিয়েছে। তাই চিকিৎসার জন্য শিগগিরি তাঁকে আমেরিকা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্বজনরা।

||আনন্দ সারাবেলা ||

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের ফুসফুসে বাসা বেধেছে ক্যানসার। প্রথম ও দ্বিতীয় পর্যায় পেরিয়ে প্রাণঘাতি এই রোগ সঞ্জয়ের শরীরে তৃতীয় পর্যায়ের জায়গা করে নিয়েছে। তাই চিকিৎসার জন্য শিগগিরি তাঁকে আমেরিকা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্বজনরা।

দিন কয়েক আগেই গুরুতর অসুস্থতা নিয়ে ভর্তি হন মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। প্রথমে মনে করা হয় করোনার কারণে তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল কিন্তু টেস্ট নেগেটিভ আসে। তারপরই মঙ্গলবার রাত্রে চিকিৎসকার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় জানতে পারেন ৬১ বছরের এই অভিনেতার ফুসফুসটি ক্যানসার আক্রান্ত।

অভিনেতা শেখর সুমনের ছেলে আদিত্য সুমন প্রথম টুইট করেন সঞ্জয় দত্তের ক্যানসারে খবর জানিয়ে। সেখানে আদিত্য লেখেন, সঞ্জয় স্যারের ক্যানসার ধরা পড়েছে। তাঁর সুস্থতাও কামনাও করেন আদিত্য।

শনিবার লীলাবতী হাসপাতালে ভর্তি হন। করোনা টেস্ট নেগেটিভ আসে ও সেই সঙ্গে তিনি কিছুটা সুস্থ বোধ করলে সোমবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এর পর গতকাল, মঙ্গলবার তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “কিছু চিকিৎসার কারণে কাজ থেকে আপাতত কিছুটা ছুটি নিচ্ছেন। পরিবার, বন্ধুরা সঙ্গে আছে, চিন্তার কিছু নেই। দ্রুত তিনি আবার কাজে ফিরবেন”।

এরইমধ্যে পরীক্ষা-নিরীক্ষার কাজটি শেষ। চিকিৎসকরা জানালেন, ভারত মুলুকের প্রিয় সঞ্জুর ক্যানসার হয়েছে।

তথ্যসূত্র: আনন্দবাজার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন