নিজস্ব প্রতিবেদকঃ
ঢালিউডের প্রখ্যাত পরিচালক কাজী হায়াৎ-এর ছেলে ও চিত্রনায়ক কাজী মারুফ ও তার স্ত্রীসহ দুই জন করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে তারা দু’জনই নিউইয়র্কে অবস্থান করছেন। এমন সংবাদ শনিবার বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছিল। মূলত এমন তথ্য সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে উল্লেখ করেছেন স্বয়ং কাজী মারুফ।
তিনি গণমাধ্যমকে জানান, আমি সম্পূর্ণ সুস্থ আছি তবে আমার স্ত্রী জ্বরে আক্রান্ত হয়েছেন।এটি করোনাভাইরাসের আক্রমণ নয়।আমাদের তেমন কিছু হয়নি। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এর মধ্যেই জ্বর, এই কারণে খবরটা এমনভাবে হয়তো ছড়িয়েছে। মারুফের করোনা না হওয়ার সংবাদে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তার ভক্তরা।
উল্লেখ্য , ২০০২ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘ইতিহাস’ সিনেমায় অভিনয় দিয়ে কাজী মারুফ তার চলচ্চিত্র জীবন শুরু করেন। প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এ অভিনেতা।
এসএম/এসএম
![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/08/পরীমণি-ফাইল-ছবি-১.jpg?fit=300%2C181&ssl=1)