|| আনন্দ সারাবেলা প্রতিবেদক ||
করোনার দ্বিতীয় ঢেউয়ে লকডাউনের প্রথম দিন করোনা ভাইরাসের প্রতিরোধক টিকা নিয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।
সোমবার ৫ই এপ্রিল দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে গিয়ে টিকা তিনি এ টিকা গ্রহণ করেন।
শাকিব খান জানান, টিকা নেওয়ার জন্যে সোমবার সকালে পাবনা থেকে ঢাকায় এসেছেন তিনি। আরও আগেই টিকা নেওয়ার ইচ্ছা ছিল তার। কিন্তু ‘অন্তআত্মা’ সিনেমার লম্বা সময় শুটিংয়ে ঢাকার বাইরে থাকায় এতদিন টিকা নিতে পারেননি।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান শাকিব খানের টিকা নেওয়ার খবরটি নিশ্চিত করে বলেন, শাকিব খান প্রায় ৩০ মিনিট হাসপাতালে ছিলেন। টিকা নেওয়ার পর তাকে ১৫ মিনিট পর্যবেক্ষণে রাখা হয়। কোনো সমস্যা না থাকায় তিনি হাসিমুখেই ফিরে গেছেন। জুনের প্রথম সপ্তাহে তাকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।