করোনার ভয়ে স্বামী-সন্তান নিয়ে ভারত ছাড়লেন সানি লিওন

আনন্দ সারাবেলা ডেস্কঃ

করোনা ভাইরাসের বিস্তার বিশ্বজুড়ে বেড়েই চলছে। এই ভাইরাসের থাবা থেকে বাঁচতে অধিকাংশ মানুষ নিজেদের অবস্থানে রয়েছেন। বলিউডের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী সানি লিওন অবস্থান করেছিলেন ভারতে। সেদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৭৬৫ জন যেখানে মৃতের সংখ্যা ২ হাজার ২৯৪ জন।আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমশও বাড়তে থাকায় সানি লিওন তার পরিবার নিয়ে ভারত ছেড়েছেন।

সানি লিওন ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে জানান, স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং তাদের তিন সন্তান নিশা, এশার এবং নোয়াক বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে রয়েছেন। কারণ সানি লিওন বিশ্বাস করেন যে, এই অদৃশ্য হত্যাকারী ‘করোনার ভাইরাস’চলাকালীন সময়ে তার শিশুদের জন্য এটি সবচেয়ে নিরাপদ জায়গা। সানি লিওন আরও মনে করেন তার মাও তাকে এমনটি করতে চাইতেন। যে সিদ্ধান্ত তিনি তার সন্তানের জন্য নিয়েছেন।  

সসা/আনন্দ সারাবেলা/ এসএম/সেখা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন