|| আনন্দ সারাবেলা প্রতিবেদক ||
জনপ্রিয় নাট্য অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে যাচ্ছে। কাল-পরশু জানা যাবে কবে বাড়ি ফিরতে পারবেন তিনি। গতকাল তাঁর বুকের সিটিস্ক্যান টেস্ট করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে অপূর্বর চিকিৎসার দায়িত্বে থাকা পরিচালক মিজানুর রহমান আরিয়ান।
তিনি জানান, অপূর্বর শারীরিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে। খাওয়াদাওয়াও এখন স্বাভাবিক। হাসপাতাল থেকে মাছ, মাংস, ফ্রুটস, জুসসহ যেসব খাবার সরবরাহ করা হচ্ছে, সবই খেতে পারছেন। কয়েক দিন ধরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অপূর্বর শারীরিক অবস্থার কখনো উন্নতি, কখনো অবনতি; এভাবেই চলছিল। চিকিৎসকের পরামর্শে তাঁকে এক ব্যাগ প্লাজমা দেওয়া হয়।
চিকিৎসকের বরাতে অপূর্বর শারীরিক অবস্থা জানিয়ে আরিয়ান বলেন, ‘শুরুতে তাঁর রক্ত পরীক্ষার রিপোর্ট ভালো ছিল না। গত বৃহস্পতিবার তাঁর বুকের প্রথমবার সিটিস্ক্যান করা হয়। সেই রিপোর্টে দেখা গেছে, করোনায় তাঁর ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত হয়েছে।’
প্রসঙ্গত, এরপর জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে গত ৩রা নভেম্বর হাসপাতালে ভর্তি হন অপূর্ব। এর আগে পরীক্ষায় তাঁর কোভিড-১৯ শনাক্ত হয় তার। গত জুলাইয়ে শুটিং স্পটে দুজন কুশলী করোনায় আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টিনে ছিলেন অপূর্বসহ ওই ইউনিটের সবাই। পরে দুবার করোনা পরীক্ষার পর নেগেটিভ ফল নিয়ে শুটিংয়ে ফিরেছিলেন অপূর্ব।