|| আনন্দ সারাবেলা প্রতিবেদক ||
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাট্যকার নাজিয়া হাসানের ৯ বছরের সংসারে ভেঙ্গেছে। বিষয়টি রবিবার (১৭ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে নিশ্চিত করেছেন নাজিয়া হাসান। তিনি অপূর্বর প্রতি সম্মান রেখেই বিবাহ বিচ্ছেদের বিষয়টি পরিষ্কার করেছেন।
এই ঘটনায় বেশকয়েকটি গণমাধ্যাম অপূর্ব ও তানজিন তিশাকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করেছে। বিষয়টিতে ক্ষিপ্ত হয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করলে গণমাধ্যমগুলোর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অপূর্ব ও তিশা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপূর্ব লিখেছেন ,“অত্যন্ত সম্মানের সঙ্গে জানাচ্ছি, আমি এবং অদিতি শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়ে আইনগতভাবে আমাদের সম্পর্কের ইতি টেনেছি। কোন সংবাদমাধ্যম এই ব্যাপারটিতে তৃতীয় কাউকে জড়িয়ে কোনো ধরনের ভুল সংবাদ প্রকাশ করলে আমি তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনগত ব্যবস্থা নেব। ব্যক্তিগত জীবন নিয়ে গসিপ করা, তীর্যক, মিথ্যা বানোয়াট মন্তব্য করে তাদের কষ্ট বাড়িয়ে দেওয়ার মতো খারাপ কাজগুলো থেকে সবাই বিরত থাকবেন। এর মধ্যে রসালো কোনো গল্প তৈরি করে সংবাদ করার চেষ্টা করবেন না, প্লিজ। “
অন্যদিকে তিশা তার ফেসবুক পেজে লিখেছেন, “দয়া করে এমন খবরে বিশ্বাস করবেন না, কারণ এর কোনো সত্যতা নেই। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, এই মিথ্যা গুজব না ছড়ানোর। ভুয়া খবর ছড়িয়ে দেওয়াও একটি সাইবার অপরাধ। আমি অনুরোধ করছি, এই ধরনের ভিত্তিহীন গল্পে আমার নাম উল্লেখ না করার। যারা এই কাজটি চালিয়ে যাবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। “
উল্লেখ্য, অভিনেতা অপূর্ব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ২০১০ সালের ১৮ আগস্ট ভালোবেসে বিয়ে করেন। প্রভার আগের প্রেমিক রাজিবের সাথে আপত্তিকর কিছু ভিডিও ভাইরাল হলে ২০১১ সালের ২১ ফেব্রুয়ারিতে প্রাভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন অপূর্ব।
এরপর ২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপূর্ব। এ সংসারে জায়ান ফারুক আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে।
সসা/আনন্দ সারাবেলা/এসএম