|| আনন্দ সারাবেলা প্রতিবেদক ||
অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ চলচ্চিত্রে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে রাফিয়াথ রশিদ মিথিলার। এতে মিথিলার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব হোসেন। শনিবার ২০শে মার্চ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।
বিষয়টি সংবাদ সারাবেলাকে নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, ‘ অমানুষ থ্রিলার ধাঁচের চলচ্চিত্র। বাস্তব ঘটনা নিয়ে নির্মিত হবে। কয়েকদিন আগে গল্প লেখা শেষ হয়েছে। আগামী ২৪ মার্চ থেকে ঢাকায় ছবিটির শুটিং শুরু হবে।
কবে নাগাদ চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আমি সেন্সর না পেয়ে আগে থেকে ঘোষণা দেই না। তবে “অমানুষ” সিনেমা হলে মুক্তি দেওয়া হবে বলে জানান তিনি।
‘অমানুষ’র মূল গল্প অনন্য মামুনের, আর এর সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ। টাইটেল গান গেয়েছেন তবীব মাহমুদ।