|| সারাবেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ ||
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মুন্সীগঞ্জ শহরের থানারপুলে জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ছাত্রদল। মঙ্গলবার ১২ই জানুয়ারি বিকেল ৩ টার দিকে পুলিশের বাধার মধ্যেই এমন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে তারা।
সমাবেশে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদল, মুন্সীগঞ্জ শহর ছাত্রদল ও সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ। মুন্সীগঞ্জ শহর ছাত্রদলের আহবায়ক রোমান আহমেদের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম অনিক, সদস্য সচিব আকিবুজ্জামান অনন্ত, মুন্সীগঞ্জ শহর ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাত হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক তাজুল, সদস্য সচিব আবদুল্লাহ সহ সরকারি হরগঙ্গা কলেজ, শহর ও সদর ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।