|| সারাবেলা প্রতিনিধি, চট্টগ্রাম ||
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২১-২২ কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে আমিন মোহাম্মদ মুসা সভাপতি ও মোহাম্মদ হারুন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ভোটশেষে রাত নয়টার দিকে নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম।
নির্বাচনে মোহাম্মদ নজরুল ইসলাম-মো. মকবুল হোসেন পরিষদ এবং আমিন মোহাম্মদ মুসা-মোহাম্মদ হারুন পরিষদ দুই প্যানেলে প্রতিদ্বন্ধিতা করেন। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মঙ্গলবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত একটানা ভোট নেয়া হয়। ১৫০ জন কর্মকর্তা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বেলা ১টার দিকে চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ভোট কেন্দ্র পরিদর্শন এবং ভোট দেন। পরে উপস্থিত সকল ভোটার ও প্রার্থীদের সাথে কুশলবিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং বর্তমান অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম উপস্থিত ছিলেন।
ফলাফল
সভাপতি পদে উপ-বিভাগীয় প্রকৌশলী আমিন মোহাম্মদ মুসা ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ৫৩ ভোট। সাধারণ সম্পাদক পদে চীফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ হারুন ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্বাহী প্রকৌশলী মো. মকবুল হোসেন পেয়েছেন ৬১ ভোট। সহ-সভাপতি পদে সহকারী পরিচালক (পিঅ্যান্ডডি) সৈয়দ মো. জিল্লুর রহমান ৯৬ ভোট পেয়ে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সহকারী প্রকৌশলী মো. আবদুল কাদের এবং সহকারী টেকনিক্যাল অফিসার মুহাম্মদ মোরশেদুল হক সমান সংখ্যক ৭২ ভোট পাওয়ায় অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রের ১৩.৮ ধারা মোতাবেক লটারির মাধ্যমে মো. আবদুল কাদের নির্বাচিত হয়েছেন।
এছাড়া দফতর সম্পাদক পদে ৯৩ ভোটে সেকশন অফিসার মো. রুবেল মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৭৮ ভোটে সেকশন অফিসার মুহাম্মদ শওকত আলী, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৯২ ভোটে সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সওকত হায়াত ওসমানী এবং কার্যনির্বাহী সদস্য (নির্ধারিত ৫টি) পদে সহকারী লাইব্রেরিয়ান মুহাম্মদ এমরানুল হক ৯৭ ভোট পেয়ে, ডেপুটি কম্পট্রোলার মোহাম্মদ ইউছুফ ৮৭ ভোটে, সহকারী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন আসিফ ৭৬ ভোটে, সহকারী প্রকৌশলী রনি দে ৭৬ ভোটে এবং সহকারী টেকনিক্যাল অফিসার মো. রাশেদুল ইসলাম রানা ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ইতোমধ্যে নজরুল-মকবুল পরিষদ থেকে সাংগঠনিক সম্পাদক পদে সহকারী রেজিস্ট্রার সৈয়দ মহিবুর রহমান এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে সেকশন অফিসার নুসরাত জাহান স্ব-স্ব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবারের ২০২১-২২ কার্যকরী পরিষদের নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম এবং নির্বাচন কমিশনার হিসেবে ডেপুটি রেজিস্ট্রার মো. নুরুল হুদা। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান এবং আইআইসিটি’র উপ-বিভাগীয় প্রকৌশলী সাগর তালুকদার দায়িত্ব পালন করেন।
নবনির্বাচিত অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং বিদায়ী কমিটির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম অভিনন্দন ও শুভেচ্ছা জানান।