|| বার্তা সারাবেলা ||
করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত নন-এমপিও শিক্ষক ও নিম্ন মধ্যবিত্তদের নগদ অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘সংযোগ- কানেক্টিং পিপল’। জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৩৭০ জনকে ক্যাশহেল্প দেওয়া হয়। এরমধ্যে নন এমপিও শিক্ষক ১৭০জন ও ২০০জন নিম্ন মধ্যবিত্ত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংযোগ জানায়, গুগল ফর্মের মাধ্যমে খোঁজ করে দেশের নন-এমপিও ১৭০ জন স্কুল শিক্ষককে বিকাশ ও নগদের মাধ্যমে ৫ হাজার টাকা করে মোট সাড়ে ৮ লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। একইভাবে ২০০জন নিম্ন মধ্যবিত্তদের ৫ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা প্রদান করা হয়।
সংযোগের নিয়মিত ডোনারদের মাধ্যমে সংগৃহীত ফান্ড থেকে চলতি মাসের ৯ তারিখ থেকে সোমবার ১৭ই মে পর্যন্ত এ অর্থ সহায়তা দেওয়া হয়।
সংযোগঃ কানেক্টিং পিপল-এর প্রতিষ্ঠাতা আহমেদ জাভেদ জামাল বলেন, আমাদের লক্ষ্য ছিল ২০০ পরিবারকে অর্থ সহায়তা করা। কিন্তু আবেদনের সংখ্যা ছিল ৭২১ জনের। সেখান থেকে আমরা ৩৭০ জনকে বিকাশ/নগদ/রকেটের মাধ্যমে অর্থ প্রদান করেছি।
তিনি আরও বলেন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি যারা পুরো কাজে সার্বিক সহযোগিতা করেছেন। আশাকরি সুদিন আসবে সবার,এই সামান্য টাকা জীবন চলার জন্যে কিছুই না। ৩৭০জন মানুষের প্রতি অনুরোধ, রক্তদানে এগিয়ে আসবেন,গাছ লাগাবেন খুব শীঘ্রই,আর আগামীতে আপনিই যেন এরকম অন্যজনকে ক্যাশহেল্প করতে পারেন,সেই নিয়ত করুন।
সংযোগ আরও জানায়, গেল বছর দুই ঈদে দেশের নন-এমপিওভুক্ত স্কুলের মোট দুই হাজার শিক্ষককে ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেছিল সংযোগ।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে গেল বছরে ২৭শে মার্চ থেকে যাত্রা শুরু সামাজিক সংগঠন সংযোগঃ কানেক্টিং পিপল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংযোগের গ্রুপে এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি মানুষ যুক্ত আছেন।
করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ ও কেয়ারগিভারের ব্যবস্থা করে প্রশংসা কুড়িয়েছে সংযোগ। এছাড়া করোনা রোগীদের মেডিক্যাল সরঞ্জাম সরবরাহ, খাবার পৌঁছানোসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সংযোগ রাইডাররাও দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়া কোভিড, আম্পান আক্রান্ত, পাটকল শ্রমিক, বানিয়াশান্তা, হাওর এবং ক্ষুদ্র-নৃগোষ্ঠীর প্রায় কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে সংযোগ। অসহায় মানুষকে স্বাবলম্বী হতে সহায়তা, চাকরির ব্যবস্থা করাসহ গরিব রোগীদের চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে কাজ করছে সংযোগ।