|| সারাবেলা প্রতিনিধি, চুয়েট ||
তুরস্ক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান (H.E. Mr. Mustafa Osman Turan) আগামী ১০ই জানুয়ারি রোববার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আসবেন। তিনি থাকবেন প্রায় একঘন্টা। সফরসময়ে রাষ্ট্রদূত চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সঙ্গে কথা বলবেন। তার সঙ্গে চট্টগ্রামে তুরস্কের অনারারি কনসাল জেনারেল সালাহউদ্দিন কাসেম খানও থাকবেন।
চুয়েটের বিভিন্ন ল্যাবরেটরি-যন্ত্রপাতি সুবিধা ও নান্দনিক অবকাঠামোসমূহ পরিদর্শনসহ দুই দেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বর্তমান অবস্থা ও অগ্রগতি এবং কারিগরি শিক্ষায় দ্বি-পক্ষীয় জ্ঞান ও দক্ষতা বিনিময়ের পাশাপাশি চুয়েটের সম্মানিত ডিন, পরিচালক ও বিভাগীয় প্রধানদের সঙ্গেও কথা বলবার আগ্রহ জানিয়েছেন তুর্কি রাষ্ট্রদুত।