নতুন বছরে পুরোনো প্রত্যাশা

|| রাফা আল নুসরাত মিম ||

নিয়মতান্ত্রিকভাবেই আবারো ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে গেল আরেকটি বছর। সুখ-দুঃখ, আনন্দ-বেদনার মধ্য দিয়ে অতিবাহিত হলো ২০২০। কোভিড-১৯ এর ছোবলে পুরো বিশ্ব থমকে গিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্তম্ভিত হয়ে গিয়েছিল বিগত বছরে। নতুন বছরে সকল দুর্দশা, হানাহানি থেকে মুক্ত হয়ে মানবতার মুক্তি হোক এই প্রত্যাশা সকলের।

সমাজের সর্বত্র শিক্ষার আলো ছড়িয়ে পদ্মাসেতুর শেষ স্প্যান স্থাপনের মতো সকলের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে উঠুক, সকল ভেদাভেদ ও সহিংসতা ভুলে সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে উঠুক নতুন বছরে এই পুরোনো প্রত্যাশা করি।

প্রতিহিংসার বিষবাষ্প থেকে মুক্ত হয়ে সাম্য ও ভেদাভেদহীন সমাজ প্রতিষ্ঠা হোক এই হোক নতুন বছরের অঙ্গীকার। শুভ নববর্ষ

রাফা আল নুসরাত মিম
শিক্ষার্থী, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন।

সংবাদ সারাদিন