|| সারাবেলা প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদন নেয়া শুরু হয়েছে। সোমবার ৮ই মার্চ বিকেল ৫টা থেকে শুরু হয়ে এই আবেদন নেয়া হবে ৩১শে মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ২১শে মে থেকে ৫ই জুন পর্যন্ত পাঁচটি ইউনিটের অধীনে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৮ই মার্চ বিকেল পাঁচটা থেকে ৩১শে মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে প্রার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। এছাড়া আগামী ১লা এপ্রিল রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত টাকা জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষা হবে।
এবার ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীদের দেয়া জরুরি নির্দেশনাগুলো হলো:-
১. শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের তথ্য, বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর এবং মা-বাবার জাতীয় পরিচয়পত্র নম্বর লাগবে।
২. আট বিভাগীয় শহরের যেকোনো একটিকে শিক্ষার্থীর তার ভর্তি কেন্দ্র হিসেবে বেছে নিতে হবে।
৩. একটি স্ক্যান করা ছবি লাগবে
৪. এসএমএস করার জন্য শিক্ষার্থীর যেকোনো অপারেটরের (টেলিটক, রবি, এয়ারটেল অথবা বাংলালিংক) একটি মোবাইল নম্বর থাকতে হবে।
৫. ভর্তির আবেদন ফি তাৎক্ষণিক অনলাইনে (ডেবিট অথবা ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং) বা চারটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালীতে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
৬. এ-লেভেল, ও-লেভেল, সমমান বিদেশি পাঠ্যক্রমে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমতা নিরূপণের জন্য admission.eis.du.ac.bd ওয়েবসাইটে গিয়ে ‘সমমান আবেদন’ বা Equivalence Application অপশন বা মেন্যুতে আবেদন করে তাৎক্ষণিকভাবে অনলাইনে নির্ধারিত ফি জমা দিতে হবে।
৭. সমতা নিরূপণের পর প্রাপ্ত Equivalence ID ব্যবহার করে অন্যান্য শিক্ষার্থীদের মতো তারা একই ওয়েবসাইটে লগইন করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ঢাবির বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য যারা নির্ধারিত শর্তপূরণ করতে পারবেন, স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য তারাই আবেদন করতে পারবেন। ইন্টারনেট সংযোগ রয়েছে এমন কম্পিউটার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ওয়েবসাইটের (https://admission.eis.du.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।