|| সারাবেলা প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ||
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের শিক্ষার্থী আফনান আহমেদ রাশেদ পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল জি বাংলায় সম্প্রচারিত কমেডি শো আক্কেল চ্যালেঞ্জার্স মীরাক্কেল’র ১০ম আসরের মূল পর্বে জায়গা করে নিয়েছেন। এবারের আসরের অন্যতম সেরা প্রতিযোগি হিসেবেও রয়েছেন সকলের পছন্দের তালিকায়।
টুকটাক রম্য লেখালেখির সুবাধেই মীরাক্কেলে রাশেদের অডিশন দেওয়া। গত ২৭শে সেপ্টেম্বর ২০১৯ ঢাকায় অডিশনের মাধ্যমে বাছাই করা হয় বাংলাদেশী প্রতিযোগিদের। মীরাক্কেল টিমের সামনে অডিশনে দিয়ে অনেক প্রতিযোগিদের মধ্যে মূল পর্বে জায়গা করে নেন রাশেদ।
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/01/Mirakkel-02-300x200.jpeg?resize=920%2C613&ssl=1)
নারায়ণগঞ্জের ফতুল্লার ছেলে রাশেদের ছোটবেলা থেকেই কমেডি নিয়ে নেশা জন্মে যায়। এর আগে দেশ-বিদেশে বেশ কয়েকটা কমেডি শোয়ে অংশ নিয়ে সাড়া জাগিয়েছেন রাশেদ। মিরাক্কেল-১০ এর এবারের আসরে হট ফেভরিট রাশেদ সকলের প্রশংসায় ভাসছেন। রাশেদের এই সাফল্যে উচ্ছ্বসিত বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সবাই।
অনুভূতি জানাতে গিয়ে রাশেদ বলেন, কয়েক বছর আগে থেকে টুকটাক রম্য লেখালেখি শুরু করি, সেখান থেকে স্বপ্ন জাগে মীরাক্কেল এর মতো বড় মঞ্চে নিজেকে দেখা। প্রথম যখন স্টেজ এর পেছন থেকে মীর দা’র কন্ঠে নিজের নামটা শুনতে পাই, সে এক ভয়াবহ সুন্দর অনূভুতি। দীর্ঘদিনের স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে মীরাক্কেলের মঞ্চে নিজেকে দেখে সবচেয়ে সফল মনে হচ্ছে। আর আমাকে প্রথম থেকে সব চেয়ে বেশি অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন আমার মা।
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/01/mirakkel-03-300x210.jpeg?resize=963%2C674&ssl=1)
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/01/mirakkel-03-300x210.jpeg?resize=963%2C674&ssl=1)
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/01/mirakkel-03-300x210.jpeg?resize=963%2C674&ssl=1)
প্রথম এপিসোড প্রচারের পর দর্শক, বন্ধুবান্ধব, আত্বীয় স্বজন সহ শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রচুর ভালোবাসা আর শুভেচ্ছা পাচ্ছি। আশা করি, পুরোটা পথচলা তারা আমার সাথে থাকবেন এবং এভাবেই অনুপ্রেরণা দিয়ে যাবেন। ভবিষ্যতে একজন প্রখ্যাত কমেডিয়ান হিসেবে পরিচিত পেতে চান তরুণ রাশেদ।
উল্লেখ্য যে, ভারতীয় বাংলার জনপ্রিয় টিভি চ্যানেল ‘জি বাংলার’ আয়োজনে মীরাক্কেল শো এর এবারের আসরের উপস্থাপনায় রয়েছেন জনপ্রিয় ব্যক্তিত্ব মীর আফসার আলি। এবার প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন বলিউডসহ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী পাউলি দাম। অভিনেতা ও নায়ক সোহম চক্রবর্তী এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ। অনুষ্ঠানের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। এবার এ আসরে বাংলাদেশ থেকে চারজন প্রতিযোগি মনোনীত হয়েছেন। এর মধ্যেই একজন রাশেদ।