|| সারাবেলা প্রতিনিধি, ঢাবি ||
টাকার বিনিময়ে বয়স উত্তীর্ণ, অছাত্র, শিবির দিয়ে কমিটি করার মতো ভয়ংকর অভিযোগ করেছে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত সাধারন সম্পাদক ও ডাকসু’র সদ্য সাবেক জিএস গোলাম রাব্বানী। গতকাল বুধবার নিজের ফেসবুক পেজে করা এক পোস্টের মাধ্যমে অভিযোগের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।
অন্যান্য অভিযোগের পাশাপাশি সংগঠনের অন্যতম সাংগঠনিক শাখা চট্টগ্রাম উত্তরের সীতাকুণ্ডের নতুন কমিটি নিয়ে তিনি বলেন, ৬-৮ বছর আগের পুরনো কমিটি বাদ দিয়ে, কাউকে কিছু না জানিয়ে ২০ লাখ টাকা আর্থিক লেনদেনের মাধ্যমে সীতাকুন্ডের কমিটি (গতবছর করা) ভেঙ্গে আজ নতুন প্রেস কমিটি করা হয়েছে!
কমিটিতে পদ প্রাপ্তদের বিষয়ে তিনি বলেন, সভাপতি বয়স উত্তীর্ণ এবং অছাত্র। সাধারণ সম্পাদক অছাত্র, হত্যা ও অপহরণ মামলার আসামী (চট্টগ্রাম মেজিস্ট্রেট আদালত, মামলা নং-৩৩৯/১৮)। ছাত্রলীগের কোথাও প্রাথমিক সদস্য পদও নাই, ইতিপূর্বে স্থানীয়ভাবে শিবিরের রাজনীতিতে সক্রিয় ছিল। বাবা ওয়ার্ড জামায়াত নেতা, বড় ভাই ওয়ালিদ রনি উপজেলা বিএনপির সক্রিয় নেতা!
গোলাম রাব্বানী বলেন, এর আগে আহবায়ক শায়েস্তার কাছে কমিটি টিকিয়ে রাখতে ২০ লক্ষ টাকা দাবী করে, বাধ্য হয়ে পৈতৃক জায়গা বিক্রি করে ৮ লক্ষ টাকা দেয় বহু কষ্টে। কিন্তু বর্তমান দুইজন ২০ লাখ টাকা দেয়াতে ৭ লাখ ফেরত দেয়, ১ লাখ টাকা এখনো রয়ে গেছে জেলা সেক্রেটারির কাছে।
চট্টগ্রাম উত্তর জেলা শাখার কমিটি নিয়ে পোস্টে তিনি বলেন, এক বছর মেয়াদি কমিটি আড়াই বছর পেরিয়ে গেলেও আজ অবধি পূর্ণাঙ্গ করতে পারেনি। বারবার তাগিদ দেয়ার পরও তারা পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে ব্যর্থ হয়েছে। আওতাধীন ৭ টি উপজেলার সবকটিই মেয়াদ উত্তীর্ণ। গতবছর একযুগ পুরোনো সীতাকুণ্ডের কমিটি করেছে আর কিছুদিন পূর্বে মীরেরসরাই।
পরিশেষে ছাত্রলীগের এই সাবেক নেতা বলেন, টাকার বিনিময়ে বয়স উত্তীর্ণ, অছাত্র, শিবির দিয়ে কমিটি করার এই অপপ্রয়াস সম্পর্কে চট্টগ্রাম উত্তরের কেন্দ্রীয় নেতারা শীর্ষ নেতৃত্বকে একাধিকবার জানালেও তারা কোন ব্যবস্থা নেয় নাই!
তাহলে তাদের কাজ বা ঐ পদের উপযোগিতা কি? কেন্দ্রীয় নেতাদের নিজ নিজ এলাকার ক্ষেত্রে যেকোনো যৌক্তিক সুপারিশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার প্রাকটিস আমরা শুরু করেছিলাম, যেটার সুফল তারা নিজেরা পেলেও হয়তো বর্তমান প্রেক্ষাপটে শীর্ষ নেতৃত্ব ভুলে গেছেন!