|| সারাবেলা প্রতিবেদন ||
অনুষ্ঠিত হলো ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) ভার্চুয়াল সভা। গেলো ২১ শে অক্টোবর বুধবার অনুষ্ঠিত ফোরামের ৫৮তম এই সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরের চেয়ারম্যান প্রফেসর নাজমুল হাসান। সভায় বাংলাদেশের ইসলামিক ব্যাংকিং বিষয়ক বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইবিসিএফের উপদেষ্টা এবং বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, আইবিসিএফের ভাইস-চেয়ারম্যান এ কে এম নূরুল ফজল বুলবুল, সোস্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমেদ, পূবালী ব্যাংকের চেয়ারম্যান মনজুরুর রহমান, সোস্যাল ইসলামী ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মো. সাইদুর রহমান, পূবালী ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক এম আজিজুল হক, যমুনা ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. আব্দুর রহমান সরকার, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ হায়দার আলী মিঞা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ফারমান আর চৌধুরী, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী, সোস্যাল ইসলামী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক এবং শাহজালাল ইসলামী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সিরাজ।
এছাড়াও সদস্যভূক্ত ব্যাংকগুলোর ৯ জন উচ্চ পর্যায়ের নির্বাহী কর্মকর্তাও সভায় অংশ নেন।
সংবাদ সূত্র: বিজ্ঞপ্তি