অনলাইন সারাবেলা, ঢাকা
সাতদিন বেড়ে দেশের শেয়ারবাজারে লেনদেন এখন বন্ধ থাকবে আগামী ১১ই এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ডিএসই লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানালেও দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে এখন অবধি কিছু জানানো হয়নি। তবে সাধারণভাবে এ ধরনের লেনদেন বন্ধের সিদ্ধান্তের ক্ষেত্রে বেশির ভাগ সময় ডিএসইকে অনুসরণ করে থাকে সিএসই।
ডিএসই জানিয়েছে, সরকারের সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে ডিএসইর ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাপ্তরিক কাজ ১১ই এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে এ ছুটির মেয়াদ ছিল ৫ই এপ্রিল পর্যন্ত।#
