|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||
এখন থেকে ফেনীতে পাওয়া যাবে বিশ্বখ্যাত লোটো ব্র্যান্ডের সকল পণ্য। লোটোর নতুন এই আউটলেট খোলা হয়েছে জেলা শহরের মিজান রোডের গ্র্যান্ড হক টাওয়ারে। শনিবার ১৮ই জুলাই আউটলেটের উদ্বোধন করেন ফেনী পৌরসভার কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম।
উদ্বোধনশেষে আউটলেটের সাফল্য চেয়ে দোয়া ও মোনাজাত করা হয়।
এই সময় গ্র্যান্ড হক টাওয়ারের পরিচালক ইমন উল হক, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল আলম, গ্র্যান্ড হক টাওয়ার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আনোয়ার হোসেন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদান, বর্তমান আহবায়ক আবু মনছুর ভূঁইয়া বেতু, লোটোর এরিয়া ম্যানেজার মো. রাসেল উদ্দিন, আউটলেটের মালিক মো. আসাদুজ্জামান মজনু উপস্থিত ছিলেন।