রপ্তানিমুখী শিল্পের বেতন যোগাতে কমসুদে ঋণ পাবে মালিকরা

অর্থবাজার প্রতিবেদন
শ্রমিক কর্মচারীদের বেতনভাতা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ পাবেন দেশের পোশাকশিল্পসহ রপ্তানিমুখী সকল শিল্প প্রতিষ্ঠানের মালিকরা। দু্ই শতাংশ সুদে পাওয়া এই ঋনের অর্থে সর্বোচ্চ তিন মাসের বেতন-ভাতা পাবেন শ্রমিক-কর্মচারীরা।
অর্থমন্ত্রণালয় এই তহবিল ব্যবহারের নীতিমালা প্রকাশ করেছে পয়লা এপ্রিল বুধবার। বাংলাদেশ ব্যাংক আগামী কয়েকদিনের মধ্যেই সকল ব্যাংকে সার্কুলার পাঠাবে।
নীতিমালা অনুযায়ী রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো এই তহবিল থেকে ২ শতাংশ সুদে ঋণ নিয়ে বেতন-ভাতা দিতে পারবেন। আর ওই ঋণ তাদের পরিশোধ করতে হবে ১৮টি সমান কিস্তিতে। তবে তারা কিস্তি দেওয়া শুরু করবেন ছয় মাস পর থেকে যেটাকে বলা হয় গ্রেসপিরিয়ড।
নীতিমালায় আরও বলা হয়েছে, শ্রমিক কর্মচারীদের বেতন অবশ্যই তাদের নিজ নিজ মোবাইল বা ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করতে হবে।
উল্লেখ্য, করোনায় ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য সম্প্রতি পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পয়লা এপ্রিল এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এই প্রণোদনা প্যাকেজকেই রাষ্ট্রের সংশ্লিষ্ট তহবিল বলে উল্লেখ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন