|| সারাবেলা প্রতিনিধি, ভালুকা(ময়মনসিংহ) ||
ময়মনসিংহের ভালুকায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। এনিয়ে সারাদেশে ব্যাংকটির এজেন্ট ব্যাংকের সংখ্যা দাঁড়ালো ২০০০ এ। গতকাল রোববার ১৩ই ডিসেম্বর উপজেলার মল্লিকবাড়ি বাজারে ইসলামী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়।
এই শাখার পরিচালনায় রয়েছেন শহীদ নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রভাষক এমএমএইচ কবির হোসেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সুজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
এজেন্ট মালিক কবির হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ফাস্ট অ্যাসিসটেন্ট ভাইস চেয়ারম্যান ও ভালুকা শাখা প্রধান কামাল হোসেন, অ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটারের অধ্যক্ষ এ.আর.এম শামছুর রহমান,শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোজ্জাম্মেল হক কিরন, প্রভাষক খসরু মাহমুদ রননি, আ.ফ.ম আফজাল হোসেন, মল্লিকবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রাকিব উদ্দিন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান।
মোনাজাত পরিচালনা করেন মল্লিকবাড়ী বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান।