|| সারাবেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ ||
জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নে সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ামতপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন করা হয়েছে। বুধবার ২৩শে ডিসেম্বর দুপুরে নিয়ামতপুর বাজারে এর উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এডিপি ও ম্যানেজার মো:অহিদুল ইসলাম, নিয়ামতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাজার বণিক সমিতির সভাপতি মিছবাহ উদ্দিন আহমেদ সায়েল, কিশোরগঞ্জ বড় বাজার জামে মসজিদের খতিব আবুল খায়ের মো:ছাইফুল্লাহ, মাওলানা আ: বারী প্রমুখ।