জনতা ব্যাংকের ‘সেরা গ্রাহক’বেক্সিমকো

এ বছরের ব্যাংকটির দেয়া ‘সর্বোচ্চ রফতানি ও সেরা গ্রাহক’ সম্মাননা পাচ্ছে বর্তমান সরকারের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত ব্যক্তিমালিকানার এই প্রতিষ্ঠানটি।

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড হলো রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের সেরা গ্রাহক। এ বছরের ব্যাংকটির দেয়া ‘সর্বোচ্চ রফতানি ও সেরা গ্রাহক’ সম্মাননা পাচ্ছে বর্তমান সরকারের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত ব্যক্তিমালিকানার এই প্রতিষ্ঠানটি। বেক্সিমকো গ্রুপ গতবছর এই ব্যাংক থেকে নেয়া ঋণের পুনঃতপশিল বা পুনর্গঠিত অঙ্কের কিস্তি বাবদ ৪২৬ কোটি ৬১ লাখ টাকা পরিশোধ করেছে। এতে করে বেক্সিমকো গ্রুপের কাছ থেকে জনতা ব্যাংকের সব মিলিয়ে আয় হয়েছে ৪৮৩ কোটি ৯২ লাখ টাকা, যা এ ব্যাংকের গ্রাহকদের মধ্যে সবচেয়ে বেশি।

গতকাল বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বেক্সিমকোকে ২০২০ সালের সর্বোচ্চ রফতানির ট্রফি ও সেরা গ্রাহক সম্মাননা দেওয়া হবে বলে জনতা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে বেক্সিমকো লিমিটেড ২ হাজার ৩২৬ কোটি ৫৪ লাখ টাকার পণ্য রফতানি করেছে। আর বেক্সিমকো গ্রুপের মোট রফতানির পরিমাণ ছিল ৪ হাজার ৭১৩ কোটি ৯১ লাখ টাকা।

বাংলাদেশের অন্যতম বড় ব্যবসায়ী গ্রুপ বেক্সিমকোর চেয়ারম্যান হিসেবে আছেন এ এস এফ রহমান। আর তার ভাই সালমান এফ রহমান আছেন ভাইস চেয়ারম্যান পদে, যিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা।

১৯৭০ এর দশকে যাত্রা শুরু করা বেক্সিমকোর ব্যবসা এখন ছড়িয়ে আছে বস্ত্র, ওষুধ, প্লাস্টিক, সিরামিকস, নির্মাণ, আবাসন, তথ্য-প্রযুক্তি, ব্যাংক, জ্বালানি, পাটসহ বিভিন্ন খাতে।

ইনডিপেনডেন্ট টেলিভিশন ও ডেইলি ইনডিপেনডেন্ট বেক্সিমকো গ্রুপেরই সহযোগী কোম্পানি।

বেক্সিমকো গ্রুপের আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আইএফআইসি ব্যাংক এবং বেক্সিমকো সিকিউরিটিজ।

এ গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো সিনথেটিকস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং শাইনপুকুর সিরামিকস বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত।

সংবাদ সারাদিন