|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
নিরাপদ খাদ্যে গড়বো দেশ, সু-স্বাস্থ্যের বাংলাদেশ এই শ্লোগান নিয়ে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে সেইফ ফুড প্রোডাক্টস।
বৃহস্পতিবার বিকেলে নয়াগোলা পুলিশ লাইন্সের সামনে সাংবাদিক মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় অনুষ্ঠানে বক্তৃতা করেন, সেইফ ফুড প্রোডাক্টসের স্বত্ত্বাধীকারী মো. রাকিবুল ইসলাম বাবু, সাংবাদিক মো. জোনাব আলী, মো. রফিকুল আলম, ডাবলু কুমার ঘোষ, আশরাফুল ইরসলাম রঞ্জু প্রমুখ।
সভায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানান হয়, জেলার সর্বত্র নিরাপদ খাদ্যে পৌঁছে দিতে সেইফ ফুড প্রোডাক্টসের বিভিন্ন পণ্য বাজারজাত শুরু হয়েছে। ভেজালমুক্ত এবং নিরাপদ খাদ্য ভোক্তারা যাতে ঘরে বসে অনলাইন বা হোমডেলিভারির মাধ্যমে পায় সেই সুযোগও রাখা হয়েছে।