ক্ষেত থেকে সরাসরি সবজি কিনছে সেনাবাহিনী

|| সারাবলা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ ||

করোনা অভিঘাতে ক্ষতিগ্রস্থ কৃষকের কাছ থেকে সবজি কিনছেন বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে কৃষকদের বিনা পয়সায় সবজি বীজ এবং সারও দিচ্ছে রাষ্ট্রিয় এই প্রতিরক্ষা বাহিনী।

সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর মাঠে সেনাবাহিনীর সদস্যরা ক্ষেত থেকে সরাসরি মিষ্টি কুমড়া, বেগুন, ঢেড়স, লাউসহ বিভিন্ন সবজি স্থানীয় বাজার দরে কিনে নিচ্ছেন। সবজি কেনার পাশাপাশি কৃষকদের বিনাপয়সায় সার ও বীজ দিচ্ছে তারা।

কৃষকরা জানান, করোনা পরিস্থিতির কারণে তারা বাজারে নিয়ে সবজি বিক্রি করতে পারছেন না। পাইকাররাও আসতে পারছেন না। এ অবস্থায় সেনাবাহিনী বাজার দরে সবজি কেনায় তারা উপকৃত হচ্ছেন তারা।

এর আগে শিবগঞ্জের কানসাট ডিগ্রি কলেজ মাঠে একটি মেডিকেল ক্যাম্প বসিয়ে অসুস্থদের চিকিৎসা দেন সেনাবাহিনী।

২ thoughts on “ক্ষেত থেকে সরাসরি সবজি কিনছে সেনাবাহিনী”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন