কুড়িগ্রামের চৌমহনীতে শুরু হলো ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং

কুড়িগ্রাম জেলার উলিপুরের চৌমহনী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, উলিপুর(কুড়িগ্রাম) ||

কুড়িগ্রাম জেলার উলিপুরের চৌমহনী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ফাস্ট এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুড়িগ্রাম শাখা মো. সেরাজুল ইসলাম এ আউটলেট উদ্বোধন করেন।

ফাস্ট এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুড়িগ্রাম শাখা মো. সেরাজুল ইসলামের সভাপতিত্বে ও  জুনিয়র অফিসার মো. আবু বকরের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ধরনী বাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু, বীর মুক্তিযোদ্ধা ডা. মজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী, চৌমহনী বাজার বণিক সমিতির আহবায়ক মোজাফ্ফর হোসেন, বালাচর নাছিরিয়া সিনিয়ার ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যক্ষ- মোবাশ্বের রাশেদীন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, চৌমহনী বাজার জামে মসজিদ এর ঈমাম আ. জলিল, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইসলামী ব্যাংকের চৌমহনী বাজার এজেন্ট আউটলেটের স্বত্বাধীকারী মো. হামিদুল ইসলাম।

এ সময় বক্তারা ইসলামী ব্যাংকের সেবার কার্যক্রমের প্রশংসা করে বলেন, বাংলাদেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ অবদান রাখছে।ব্যাংক কর্মকর্তারা জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ করতেই ইসলামী ব্যাংক আউটলেট শাখা বাড়াচ্ছে। এই শাখার মাধ্যমে গ্রাহকরা শহরের প্রধান শাখার মতোই সব সেবা নিতে পারবেন।

তথ্যসূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদ সারাদিন