|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা(কুষ্টিয়া) ||
কুষ্টিয়ার ভেড়ামারায় ২৯শে সেপ্টেম্বর মঙ্গলবার উদ্বোধন হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৫৮তম শাখা।
ভেড়ামারা গোডাউন মোড়ে নতুন এ শাখা উদ্বোধন উপলক্ষে ইসলামী ব্যাংকের যশোর জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ব্যাংকের কুষ্টিয়া শাখা ইভিপি মো শফিউল আজম ও ভেড়ামারা শাখা ম্যানেজার মোঃ আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের অপারেশন ম্যানেজার ও প্রিন্সিপাল অফিসার মোঃ হামিদুল ইসলাম বলেন, ভেড়ামারার মানুষের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে উদ্বোধন হচ্ছে ইসলামী ব্যাংকের ৩৫৮তম শাখা। দেশের সবচেয়ে বড় অনলাইন নেটওয়ার্ক হওয়ায় এবং সব শাখা অনলাইনের আওতায় আসায় ভেড়ামারার গ্রাহকরা এখন থেকে দ্রুত লেনদেন সম্পন্ন করতে পারবেন।
কর্মকর্তারা জানান, এটিএম ও সিআরএম মেশিনে গ্রাহকরা ২৪ ঘন্টাই নগদ জমা করতে ও অর্থ উত্তোলন করতে পারবেন। বিশ্বের ১১৪টি এক্সচেঞ্জ হাউজ ও ৯০০ করেসপন্ডেন্টের মাধ্যমে যে কোনো দেশে মাত্র ১৫ মিনিটে টাকা উত্তোলন সুবিধা রয়েছে ইসলামী ব্যাংকে।
উল্লেখ্য, কুষ্টিয়ার ভেড়ামারার পাশাপাশি একইসঙ্গে দেশের বিভিন্ন জেলায় ৪টি নতুন শাখা উদ্বোধন হয়েছে ।ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে শাখাগুলো উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এমডি ও সিইও মাহাবুব উল আলম।