অনশনে মেহেরপুরের তামাকচাষীরা

চাষীদের দাবী শতভাগ মালিকানাধীন দেশীয় তামাক কোম্পানির জন্য পৃথক নীতিমালা না থাকায় বিদেশি কোম্পানিগুলোর কাছে দেশিয় কোম্পানিগুলো জিম্মি হয়ে যাচ্ছে। এতে চাষীরা তামাকের নায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এবং তামাক উৎপাদন ও ব্যবসা বিদেশী কোম্পানির সিন্ডিকেশনের শিকার হচ্ছে।

|| সারাবেলা প্রতিনিধি, মেহেরপুর ||

তামাক শিল্পে বৈষম্যমূলক নীতি প্রত্যাহার করে দেশীয় মালিকানাধীন তামাক শিল্পের অস্তিত্ব রক্ষা ও প্রতিযোগিতামূলক বাজার রক্ষার স্বার্থে তামাকের মূল্য নির্ধারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে জেলার তামাকচাষীরা। এই দাবিতে মঙ্গলবার সকাল ৯ টায় থেকে ৫ টা পর্যন্ত অনশন করে তারা।

মেহেরপুর প্রেসক্লাবের সামনে অনশনে মেহেরপুরের শত শত তামাক চাষী অংশ নেন। তামাকচাষীদের এই আন্দোলনের জেলা কনভেনর রাসেলের নেতৃত্বে সকাল থেকে চাষীরা প্রধানমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন দাবী সম্বলিত ব্যানারফেষ্টুন নিয়ে অনশনে অংশ নেন।

চাষীদের দাবী শতভাগ মালিকানাধীন দেশীয় তামাক কোম্পানির জন্য পৃথক নীতিমালা না থাকায় বিদেশি কোম্পানিগুলোর কাছে দেশিয় কোম্পানিগুলো জিম্মি হয়ে যাচ্ছে। এতে চাষীরা তামাকের নায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এবং তামাক উৎপাদন ও ব্যবসা বিদেশী কোম্পানির সিন্ডিকেশনের শিকার হচ্ছে।

ফলে, একসময়ের লাভজনক তামাকচাষ এখন প্রতারণা আর ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। চাষীরা তামাক উৎপাদন ও বিক্রিকে এই জিম্মিদশা থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং দেশীয় তামাক কোম্পানিগুলোর জন্য পৃথক নীতিমালা করার দাবী জানানো হয় এই কর্মসূচি থেকে।

এসময় বক্তব্য রাখেন, তামাক চাষী নেতা রাসেল হোসেন, আকমল উদ্দিন, শাহিদ হোসেন, গোলাম কিবরিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ সারাদিন