অনলাইনে বেসরকারি চাকরি দিচ্ছে হবিগঞ্জ জেলা প্রশাসন

জব ফেয়ারের মাধ্যমে বেসরকারি চাকরি পাইয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসন। জেলার বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে টুল এন্ড টেকনলজি ইনস্টিটিউট (টিটিআই) বিটাক ও ফিউচার অফ ওয়ার্ক ল্যাব এবং এক্সেস টু ইনফরমেশন এটুআই থেকে অনলাইন জব ফেয়ারের মাধ্যমে এসব চাকরি দিতে ইতোমধ্যেই নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের জব ফেয়ারের রেজিস্ট্রেশন করতে হবে ২০শে নভেম্বর রাত ১২টার মধ্যে। আবেদন করবার লিংক: http://skills.gov.bd/tti.bitac-registration

|| সারাবেলা প্রতিনিধি, হবিগঞ্জ ||

জব ফেয়ারের মাধ্যমে বেসরকারি চাকরি পাইয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসন। জেলার বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে টুল এন্ড টেকনলজি ইনস্টিটিউট (টিটিআই) বিটাক ও ফিউচার অফ ওয়ার্ক ল্যাব এবং এক্সেস টু ইনফরমেশন এটুআই থেকে অনলাইন জব ফেয়ারের মাধ্যমে এসব চাকরি দিতে ইতোমধ্যেই নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের জব ফেয়ারের রেজিস্ট্রেশন করতে হবে ২০শে নভেম্বর রাত ১২টার মধ্যে। আবেদন করবার লিংক: http://skills.gov.bd/tti.bitac-registration

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি শাখা থেকে সোমবার ১৬ই নভেম্বর অনলাইন জব ফেয়ারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জেলা প্রশাসন সূত্র বলছে, হবিগঞ্জে অবস্থিত ৪ শিল্প প্রতিষ্ঠানে ২০০ জনের বেশি বেকার যুবক-যুবতীদের চাকরি দেয়া হবে। যেসব প্রতিষ্ঠানে চাকরি মিলবে সেগুলো হলো:

পাইওনিয়ার ডেনিম লিমিটেড, হরিতলা, শাহপুর বাজার, মাধবপুর, হবিগঞ্জ। পদের নাম : ওয়েল্ডার, পদ সংখ্যা : ১২০ জন (পুরুষ), বেসিক বেতন : ৭ হাজার টাকা (৮ ঘন্টা ডিউটি), ওভারটাইম : বাধ্যতামূলক, খাবারে কোম্পানির ভর্তুকি থাকবে, বোনাস বছরে ২ টি + ইনক্রিমেন্ট এবং শ্রম আইন অনুযায়ী ছুটির সুযোগ সুবিধা দেওয়া হবে।

শিল্প প্রতিষ্ঠান জাস রোটোলেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চাতিয়ান, মাধবপুর, হবিগঞ্জ। পদের নাম : মেশিন অপারেটর ( শিক্ষানবিশ), পদ সংখ্যা : ৫ জন (পুরুষ), বেসিক বেতন : ৭ হাজার ৫০০ টাকা (৮ ঘন্টা ডিউটি), ওভারটাইম : সুযোগ আছে, আবাসন : ফ্রি, খাবার : নিজের (কোম্পানির মোট খরচের ৫০% ভর্তুকি দেবে), বোনাস : বছরে ২ টি + ইনক্রিমেন্ট, শ্রম আইন অনুযায়ী ছুটির সুযোগ সুবিধা।

শিল্প প্রতিষ্ঠান আর্গন স্পিনিং লিমিটেড, প্রতিষ্ঠানের ঠিকানা : নিজামপুর, ফকিরাবাদ, হবিগঞ্জ।পদের নাম : মেশিন অপারেটর, পদ সংখ্যা : ৩০ জন (পুরুষ ২০%, নারী ৮০%), বেতন : ৬ থেকে ৭ হাজার টাকা (৮ ঘন্টা ডিউটি), ওভারটাইম : সুযোগ আছে, আবাসন : ফ্রি, খাবার : নিজের (কোম্পানির মোট খরচের ৫০% ভর্তুকি দিবে), বোনাস : বছরে ২ টি + ইনক্রিমেন্ট, শ্রম আইন অনুযায়ী ছুটির সুযোগ সুবিধা

শিল্প প্রতিষ্ঠান স্কয়ার ডেমিন লিমিটেড, প্রতিষ্ঠানের ঠিকানা : আলিপুর, হবিগঞ্জ। পদের নাম : মেকানিক্যাল হেলপার, পদ সংখ্যা : ৫০ জন (পুরুষ ৪০%, নারী ৬০%), বেতন : (এসএসসি ৬ হাজার) (এইচএসসি ৭ হাজার) (৮ ঘন্টা ডিউটি), ওভারটাইম : সুযোগ আছে, আবাসন : ফ্রি, খাবার : নিজের, বোনাস : বছরে ২ টি + ইনক্রিমেন্ট, শ্রম আইন অনুযায়ী ছুটির সুযোগ সুবিধা, জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন