|| সারাবেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) ||
করোনাভাইরাসের কারণে দেশে দীর্ঘদিন লকডাউনের কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কারও একবেলা খাবার জুটলেও আরেক বেলা জুটছে না। কেউ বা অনাহারেই দিন কাটাচ্ছে। সমাজের এমন অসহায় মানুষের পাশে দাড়িয়েছে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এনএএম পাইলট উচ্চবিদ্যালয়ের ৯৮ ব্যাচের শিক্ষার্থীরা।
শনিবার ১৭ জুলাই সকালে দেড়শতাধিক গরীব, অসহায়, দুস্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।
বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা.আব্দুর রউফ ত্রান সামগ্রী বিতরনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গাজী হারুন অর রশিদ, প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, ফ্রান্স প্রবাসী মোঃ শরিফুল ইসলাম।
ত্রান সামগ্রী বিতরণের তত্বাবদানে ছিলেন মোঃ তানভীর আহমদ রাজিব, তানজীর রহমান শ্যামল, মোঃ মশিউর রহমান, মেহেদী হাসান ইতু, মোঃ শহিদুল ইসলাম শহিদ, রেজয়ানুল হক টিটু, মোঃ রনি মোল্লা, দৈনিক সংবাদ সারাবেলার সোনারগাঁ প্রতিনিধি মোঃ আব্দুস সালাম সুজন, দেলোয়ার হোসেন বাবু, আনিসুল ইসলাম স্বপন, , হাতেম আলী, শাহিদুল ইসলাম, এডভোকেট মোঃ শাহ আলী ভুঁইয়া, আব্দুর রউফ, কামাল হোসেন, বদরুদ্দিন আহমেদ বদুন, সৌদি প্রবাসী ওবায়দুল হক, মোঃ আবু তালেব, মোঃ কবির হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জামাল হোসেন, মোসাঃ নাজমা আক্তার, সঞ্জয় পাল, সুবংকর, মোঃ আবু দাইয়ান, সুজিত।