|| অনলাইন প্রতিনিধি, রামপাল (বাগেরহাট) ||
রামপালে করোনাদুর্গত ৩ হাজার কর্মহীন অসচ্ছল পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে রামপাল তাপবিদ্যুত কেন্দ্র কর্তৃপক্ষ। শুক্রবার সকালে প্রথমে ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, পরে বাইনতলা ও বাঁশতলী ইউনিয়নের মানুষদের এসব খাদ্যসহায়তা দেওয়া হয়।
রামপাল তাপবিদ্যুত কেন্দ্র কর্তৃপক্ষ ৭টি ইউনিয়নের অসহায় মানুষের জন্য জনপ্রতি ২২০টি করে ত্রানের প্যাকেট এবং বাকি ৩টি ইউনিয়নে প্র্রয়োজনমত প্যাকেট সরবরাহ করছে। এছাড়া ১০ টাকা কেজি দরে চাল এবং ভিজিডির চাল ও দেয়া হচ্ছে।
এসময়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, প্রতিদিনই করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। এই রোগ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় সাবধানতা। সবাইকে বাড়িতে থাকতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ডেপুটি ম্যানেজার জি এম তরিকুল ইসলাম, রামপাল থানার ওসি মো. দেলোয়ার হোসেন খান, উজলকুড় ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও তাপবিদ্যুত কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা।#
