মাস পেরোলো করোনাদুর্গতদের খাদ্যসহায়তা ‘এক মুঠো চাল’ কর্মসূচির

|| অনলাইন প্রতিনিধি, বরিশাল ||

করোনাদুর্গতদের জন্য বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের খাদ্যসহায়তা ‘এক মুঠো চাল’ কর্মসূচির এক মাস পূর্ন হলো। এ উপলক্ষ্যে বাসদ বরিশাল জেলা শাখা মঙ্গলবার সংবাদ সম্মেলনের আয়োজন ছিল দলীয় কার্যালয়ে।

এসময়ে বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, “এই করোনা মহামারী দুর্যোগের মধ্যেও আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের ‘এক মুঠো চাল’ খাদ্য সহায়তা কর্মসূচির এক মাস পূর্ণ হলো। এই ৩০ দিনের প্রত্যেকটা দিনই আমরা বরিশালের বিভিন্ন ওয়ার্ডে এবং জেলা অফিস থেকে নিয়মিতভাবে দুর্গত পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে এসেছি।”

মনীষা চক্রবর্তী জানান, গত ২৯শে মার্চ অশ্বিনী কুমার হলের সামনে ১৫০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার মাধ্যমে বাসদের এই ‘এক মুঠো চাল’ কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে সারাদেশের শুভানুধ্যায়ি ও সুহৃদদের সহযোগিতায় ২৮শে এপ্রিল পর্যন্ত সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে প্রায় ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে এই দলটি।

শুধু তাই নয়, ‘এক মুঠো চাল’ কর্মসূচির আওতায় বাসদের রয়েছে ‘মানবতার বাজার’। যেখান থেকে প্রতিদিনই দুইশ’র বেশী পরিবার বিনামূল্যে তার পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারে। এই বাজারের পাশাপাশি এক মুঠো চালের আওতায় রাতের বেলা বিভিন্ন বাসায় গিয়ে দুর্গত পরিবারগুলোকে সহযোগিতা করা হয়। এছাড়াও মানুষের এমন স্বাস্থ্যদুর্যোগে ফ্রি এম্বুলেন্স সার্ভিস এবং ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে বাসদ।

মনীষা আরো বলেন, “আজ আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি সেই মানুষটাকে যিনি ৫০ টাকা বিকাশে পাঠিয়ে লিখেছিলেন ‘আমি খুবই দরিদ্র, তবুও আপনাদের মানবতার বাজারে এই অর্থ দিয়ে সহযোগিতা করলাম। শ্রদ্ধা জানাচ্ছি সেই বরিশালের বারুজ্জারহাটের দরিদ্র কৃষককে যিনি নিজের ক্ষেতের আড়াই মন পুঁইশাক বাজারে বিক্রি না করে আমাদের এই মানবতার বাজারে দান করে গেছেন। এরকম অসংখ্য মানুষের ভালবাসা, শ্রদ্ধা আর সহযোগিতা যুক্ত হয়ে আছে আমাদের ‘এক মুঠো চাল’ এবং ‘মানবতার বাজার’ কর্মসূচিতে। আজ আপনাদের মাধ্যমে তাদের সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আমরা কোনদিন ভাবতেও পারিনি আমাদের সকলের ব্যক্তিগত এবং সংগঠনের সব অর্থ মিলিয়ে ৩০ হাজার টাকা দিয়ে কাজ শুরু করে ৩০ লক্ষাধিক টাকার অর্থমূল্যের সহযোগিতা করতে পারবো।”

এই অসম্ভবকে সম্ভব করার ক্ষেত্রে বিভিন্ন প্রচার মাধমে ধারাবাহিকভাবে কর্মসূচিগুলো প্রচার করে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে মনীষা চক্রবর্তী বলেন, “আপনাদের নিশ্চয় মনে আছে শুরু থেকেই আমরা বলে এসেছি যতদিন পর্যন্ত না পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন পর্যন্ত আমরা মানুষের পাশে থাকবো। আমরা আপনাদের মাধ্যমে আবারও দেশবাসীর কাছে সেই প্রত্যয় ব্যক্ত করতে চাই যে আমরা শেষ পর্যন্তই লড়াইটা জারি রাখবো।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন