|| অনলাইন প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ) ||
উপজেলার পাড়াগাঁও গ্রামের করোনাদুর্গত ৫০টি পরিবারকে খাদ্য ও ইফতার সহায়তা দিয়েছে আল-কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। বুধবার সকালে দুর্গত পরিবারগুলোকে উপহার সামগ্রী প্যাকে দেওয়া চাল, ডাল, ছোলা, মুড়ি ও খেজুর দেওয়া হয়।
এসময়ে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিব জিহাদীর পরিচালনায় অনুষ্ঠানে করোনা সংক্রমণ এড়াতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে বক্তব্য দেন ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু।
আল-কুরআন ফাউন্ডেশন পরিবারের এই কার্যক্রম চলমান রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু। ভবিষ্যতে এই সংগঠনের সকল উন্নয়নমূলক কাজে নিজে শরিক থাকার ইচ্ছেও জানান তিনি।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিব জিহাদী জানান, ‘ নিজেদের সামাজিক দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ। যারা এই আয়োজনটিতে সহযোগিতা করেছেন তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সকলের সহযোগিতায় এই কার্যক্রম পুরো রোজার মাস চালিয়ে যাবেন তারা।
উপস্থিত ছিলেন ১ নস্বর ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম ইসমাইল, সমাজ সেবক ডা. রফিকুল ইসলাম, কবি ও সাংবাদিক সফিউল্লাহ আনসারী, স্বেচ্ছাসেবী সংগঠন অভ্যুূদয়ের সভাপতি আসাদুজ্জামান সুমন, বায়তুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক মুহাম্মদ শারফুল ইসলাম এবং সংগঠনের বেশ কয়েকজন সদস্য। #