দুর্গতদের সহায়তায় মুক্তিযোদ্ধা দিলেন সম্মানীভাতার টাকা

|| অনলাইন প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ) ||

একাত্তরে দেশকে স্বাধীন করে দেশে ফেরেন বীরের বেশে। পাকিস্তান শাসকদের সৃষ্ট সেই দুর্যোগ মোকাবেলা করেছেন অস্ত্রহাতে সাহসের সঙ্গে। এই করোনাদুর্যোগেও সাহস হারাতে চান না ধামইরহাটের বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন সিদ্দিকী। একাত্তরে বাজী রেখেছিলেন নিজের জীবন। এবারে রাষ্ট্রের কাছ থেকে যে সম্মানীভাতা পান সেটািই দিলেন দু:স্থদের।

সোমবার ২০শে এপ্রিল সকালে জেনান চাউল কল চাতালে সামাজিক দুরত্ব বজায় রেখে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন সিদ্দিকী নিজের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার অর্থ অসহায় মানুষের দিয়েছেন। এ সময় তিনি ৭ নম্বর ওয়ার্ডের ১শ দুর্গতকে ১৫০ টাকা করে দেন। এই মোট অর্থ তার ১ মাসের সম্মানী ভাতা।

মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন সিদ্দিকী বলেন, অনেকে খাদ্যসহায়তা কমবেশী পাচ্ছে, কিন্তু তাদের নগদ অর্থেরও প্রয়োজন হতে পারে। সে বিষয়টি চিন্তা করে আমার এই ছোট্ট প্রচেষ্টা। আমি সমাজে আরও যারা বিত্তশালী আছেন তাদের আহবান জানাবো তারা যেন যার যার সাধ্যমত দেশের এই ক্রান্তিকালে কর্মহীন ও অসহায়দের পাশে দাঁড়ায়।

এসময়ে ধামইরহাট পৌরসভার কাউন্সিলর আব্দুল হাকিম, চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অবসর সেনা সদস্য সংস্থার সভাপতি আ. হাকিম মন্ডল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম হোসেন, ওয়ার্ড আলীগ নেতা আজিজুল ইসলাম বাবু, সিনিয়র সাংবাদিক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মালেক ও সাংবাদিক আব্দুল্লাহ হেল বাকী উপস্থিত ছিলেন।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন