দুর্গতদের খাদ্যসহায়তা দিল ছাতিয়ানী জনকল্যাণ সংস্থা

|| অনলাইন প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা) ||

করোনাদুর্যোগ আর রোজা দুই নিয়ে জেরবার অবস্থা দু:স্থ ও কম আয়ের মানুষের। মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের দুর্গত মানুষকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন, ছোলা, খেজুর, মুড়ি ও ডেটল সাবানসহ নিত্যপন্য পৌঁছে দিল ছাতিয়ানী জনকল্যাণ সংস্থা।

বৃহস্পতিবার এসব খাদ্যসহায়তা দিতে গিয়ে ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার আহবায়ক মো. আবুল কালাম কামাল বলেন, ‘করোনাদুর্যোগের এই সময়ে কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য সংস্থার পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে। ঈদকে সামনে রেখেও সংস্থার পক্ষ থেকে ঈদসামগ্রী দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

এই সহায়তা কার্যক্রমে ছাতিয়ানী গ্রামের ব্যবসায়ী, প্রবাসী রেমিটেন্স যোদ্ধাসহ জনকল্যাণ সংস্থার উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে যারা শ্রম, মেধা ও অর্থ সহায়তা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান আবুল কালাম কামাল। একইসঙ্গে তিনি ভবিষ্যতেও জনকল্যাণ সংস্থার সকল উদ্যোগে সহযোগিতা করার আহবান জানান।

খাদ্যসহায়তা দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহফুজ আলম, ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার সদস্য ওমর ফারুক শামীম, প্রবীণ আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মজুমদার খোকন, আওয়ামী লীগ নেতা ও সিঙ্গাপুরের ব্যবসায়ি মো. মমিন মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী আক্কাস মজুমদার, আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলাম মজুমদার, হেলাল মোল্লা, সমাজ সেবক সুরুজ মিয়া পন্ডিত, রফিকুল ইসলাম মজুমদার, আবু তাহের, শাহজাহান মজুমদার, মামুন মজুমদার, সংস্থার সদস্য ও মানবাধিকার কর্মী মো. মাসুম, শাহাদাত হোসেন মোল্লা, ইসমাঈল হোসেন মোল্লা, বিল্লাহ মজুমদার, ডালিম মজুমদার, রাকিব মজুমদার।
এ সময় করোনা ভাইরাস থেকে মুক্তি ও দেশ জাতির কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. জাহাঙ্গীর আলম।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন