|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
করোনাদুর্যোগের এই সময়ে দুর্গতদের খাদ্যসহায়তা দিচ্ছে সেবা সমন্বয়। এ পর্যন্ত তারা রাজধানীর ৩০৪টি পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে। সোমবারও তারা রাজধানীর ১৩৭টি মধ্য ও নিম্নমধ্যবিত্ত পরিবারকে দিয়েছে ৭ দিনের খাদ্যসহায়তা।
এদের মধ্যে রয়েছে মুগদা ও মান্ডার ৭০, খিলগাও, বাসাবো, গোড়ান, শাহজাহানপুর ও মালিবাগের ২৩, কমলাপুর, গোপীবাগ, আরামবাগ ও এজিবি কলোনির ৫, মানিকনগরের ৬, যাত্রাবাড়ি, সায়য়েদাবাদ, রায়েরবাগ ও জুরাইনের ১৮ এবং মিরপুর ১, ও নারায়ণগঞ্জের ১৫টি পরিবারকে এই সহায়তা দিয়েছে সেবা সমন্বয়।
সেবা সমন্বয়ের সদস্যরা জানিয়ছেন, রাজধানীর যে কোন প্রান্ত থেকে ফোন কল দিলেই তারা গিয়ে পৌঁছে দিয়ে আসছেন খাদ্যসহায়তা। এসব খাদ্যসহায়তার মধ্যে রয়েছে ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, আধা লিটার তেল, ১ কেজি চিড়া ও ১ কেজি লবন।
সদস্যরা জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তারা আরো প্রায় ৩০ পরিবারের কল পেয়েছেন। সহায়তা চাইতে তারা মোঃ মামুন হোসেন (০১৫১৫ ২৫ ৯২ ৭৫), জাহিদুল ইসলাম (০১৭১৭ ৪০ ০৮ ৭১), এস এম শাহরিয়ার (০১৬৭৭ ২৮ ৫৫ ৫৩), মাহদি শুভ (০১৭৯৫ ৮৬ ৯১ ৭৭), অর্ঘ্য অর্পন দাশ (০১৬৮০ ৭৬ ২২ ৫৬) এবং জুবায়ের আহমেদ অর্নব (০১৭৫৮ ৯৭ ৫০ ৫৪) এইসব নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন। এছাড়া সামর্থ্যবান যারা খাবার/অর্থ দিয়ে এই উদ্যোগে সহযোগিতা করতে চান তারাও যোগাযোগ করতে পারবেন এইসব নম্বরে।
যাকাতের অর্থ দিয়েও সহায়তা করতে পারেন যে কেউ। কেননা আলেম-ওলামারা বলছেন দুর্যোগসময়েই যাকাত আদায়ের সর্বোত্তম সময়। নিচে উল্লেখিত হিসাবনম্বরে অর্থ সহায়তা পাঠাতে পারেন।
ব্যাংক হিসাব নামঃ ডিবেট ফর হিউম্যানিটি সোসাইটি, ব্যাংক হিসাব নং- ১৬৪.১২০.৭৬১, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড; বিকাশ হিসাব নাম্বারঃ ০১৯১১ ২২ ৮৮ ৪৩ অথবা ০১৬৭০ ২১ ৩৭ ০৭; রকেট হিসাব নাম্বারঃ ০১৯১১ ২২ ৮৮ ৪৩৩ অথবা ০১৭১৭ ৪০ ০৮ ৭১৯; নগদ হিসাব নাম্বারঃ ০১৭১৭ ৪০ ০৮ ৭১ অথবা ০১৬৭০ ২১ ৩৭ ০৭। #
