|| অনলাইন প্রতিনিধি, লালমোহন (ভোলা) ||
রোজায় ইফতারপণ্য পেল ভোলার লালমোহনের ৩ হাজার কাজ হারানো পরিবার। এসব পণ্যের মধ্যে ছিল মুড়ি, ছোলা বুট, খেজুর, চিড়া ও চিনি। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার ১২টি ওয়ার্ডের দুর্গতের হাতে এসব ইফতারপণ্য পৌঁছে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এমপি শাওন বলেন, করোনাভাইরাস সারাবিশ্বের মত আমাদের দেশেও সংক্রমিত করেছে। এই রোজায আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন দ্রুত এ মহামারী থেকে আমাদের দেশ ও দেশের মানুষকে হেফাজতে রাখেন। দূর্যোগসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সর্বদা মানুষের পাশে ছিলেন এবং থাকবেন বলেও জানান এমপি শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহিদুল ইসলাম নবীণ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার।