৯৯৯-এ ফোন পেয়ে খাবার দিয়ে আসলেন ওসি

|| অনলাইন প্রতিনিধি, মুন্সীগঞ্জ ||

সৌদি আরবে লকডাউনে পড়ে বাড়িতে টাকা পাঠাতে পারছেন না পরিবারের প্রধান। এদিকে সঞ্চয় যাকিছিু ছিল তাও শেষ। ২ শিশু সন্তানসহ ৬ সদস্যের পরিবারটি চরম বিপাকে পড়েছে।

শুক্রবার দুপুরে বাধ্য হয়েই ওই পুলিশের জরুরী পরিসেবা ৯৯৯ ফোন দেয় পরিবারটি। ফোনে জানানো হয়, মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নের নাগেরপার গ্রামে তাঁদের বাড়ি। ভুক্তভোগী পরিবারটির প্রধান সৌদি আরব থাকেন। তার পরিবারে ২ বছর এবং ৯ মাসের দুইটি শিশু বাচ্চাসহ ৬ জনের পরিবারের সবাই অনাহারে আছেন। তারা সহায়তা চান।

ফোন পেয়ে টঙ্গীবাড়ি থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন পিপিএম শিশুখাদ্যসহ পরিবারের চাহিদা অনুযায়ী ১২ রকমের নিত্যপন্য ও খাদ্যসহায়তা ওইদিন বিকাল ৪টায় ওই প্রবাসীর বাসায় পৌঁছে দিয়ে আসেন।

এ ব্যাপারে ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, সৌদি আরব প্রবাসী গেল ২ মাসের বেশি সময় লগডাউনে থাকায় বাড়িতে কোন টাকা পাঠাতে পারেননি। জমানো টাকা শেষ হয়ে তারা অসহায় হয়ে পড়ায় পরিবারের পক্ষ থেকে জরুরী সেবা ৯৯৯ ফোন দেওয়া হয়। ফোন আমাকে ধরিয়ে দেওয়ার পর আমি খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছি।

তিনি বলেন, ‘ওই পরিবারটি আমায় জানায়, তারা চিন্তাই করেনি যে ফোন দেওয়ার সাথে সাথেই এভাবে তাদের শিশুদের খাবারসহ সকল খাবার পাবেন। পরিবারটি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের পরিবারের নাম প্রকাশ না করতে অনুরোধ জানান।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন