৫’শ এতিম শিশুর সাথে ‘সংযোগ ডে’

সারাদেশের ৫’শ এতিম শিশুদের একটি বিশেষ দিন উপহার দিয়েছে সামাজিক সংগঠন সংযোগঃ কানেক্টিং পিপল। নানান আয়োজনের এই দিনটিকে ‘সংযোগ ডে’ নামে পালন করা হয়েছে।

|| বার্তা সারাবেলা ||

সারাদেশের ৫’শ এতিম শিশুদের একটি বিশেষ দিন উপহার দিয়েছে সামাজিক সংগঠন সংযোগঃ কানেক্টিং পিপল। নানান আয়োজনের এই দিনটিকে ‘সংযোগ ডে’ নামে পালন করা হয়েছে।

মঙ্গলবার ১১ই মে দেশের ১০টি জেলার ৫’শ এতিম শিশুদের নিয়ে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

এ আয়োজন কর্মসূচিতে অন্তর্ভূক্ত ছিলো, ১০টি এতিমখানায় ১৫০ দেশি গাছ রোপন, কোরআন শরীফ খতম, কোভিডে যারা চলে গেছেন এবং কোভিড থেকে মুক্তির জন্যে দোয়া, ইফতারি ও রাতের খাবার।

৫’শ এতিম শিশুদের সাথে সংযোগ’র প্রায় ৫০জন সংযোজক ও ১০এতিমখানার ৫০জন শিক্ষক ও কর্মচারী এ কর্মসূচীতে অংশ নেয়।

সংযোগের প্রতিষ্ঠাতা আহমেদ জাভেদ জামাল বলেন, এতিম শিশুরা বাবা-মায়ের আদর, ভালোবাসা থেকে বঞ্চিত। একটি দিন তাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছে সংযোগ। তাদের জন্য কিছু করতে পারাটাও ভাগ্যের ব্যাপার। এতিম বাচ্চাদের হাত দিয়েই শুরু হচ্ছে সংযোগের ১০,০০০ গাছ লাগানোর উদ্যোগ। তিনি বলেন, এতিমের দোয়া ও কাজ বিফলে যায় না। এই গাছগুলোই একসময় এসব এতিমখানা চালানোর মূল বুনিয়াদ হবে।

সংযোগ ডে’র আপডেটঃ

জামালপুরঃ

সরিষাবাড়ি শিশু সদন (এতিমখানা), জামালপুর

সংযোগ ডে-তে ১৫ জন এতিম শিশু অংশ নেয়। ইফতার, রাতের খাবার ও ১০ টি বৃক্ষ রোপণ করা হয় এবং এই গাছ রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব নেওয়া হয়।

ঠাকুরগাঁওঃ

হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ২৮ জন এতিমদের সাথে ৪ জন শিক্ষক ও কর্মচারী (রাঁধুনি) এবং ৩ জন সংযোজকসহ মোট ৩৫ জন মিলে ইফতার করে ৷ ইফতার পেয়ে তারা বেশ খুশি হয়েছেন এবং আল্লাহর নিকট কোভিড মুক্তিসহ, ব্যবস্থাপনায় জড়িত সকলের জন্য দোয়া করেছেন।

এছাড়া,মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে ৫টি গাছের চারা রোপণ করা হয়েছে(৩টি আম,১টি কাঠাল,১টি পেয়ারা)।

নোয়াখালীঃ

জামিয়া মাদানিয়া দারুল আরকাম মাদরাসা ও এতিমখানা

হাতিয়া, নোয়াখালী।

৩৫ জন এতিম শিশু সংযোগ ডে-তে অংশ নেয়। ইফতার, রাতের খাবার ও বৃক্ষ রোপণ করা হয় এবং এই গাছ রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব নেওয়া হয়।

ঝালকাঠিঃ

ঝালকাঠি জেলায় সরকারি শিশু পরিবারের ৮০ জন এতিম শিশুর সংযোগ ডে’তে অংশ নেয়। বৃক্ষরোপন কর্মসূচি, হামদ-নাত পরিবেশন ও দোয়া মোনাজাত। এতিম শিশুদের প্রানবন্ত অংশগ্রহণের মাধ্যমে সংযোগ ডে এর এই মহান আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

পঞ্চগড়ঃ

সাওতুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা( পঞ্চগড়) এর ৬৫ জন এতিম সংযোগ ডে-তে অংশ নেয়। ইফতার, রাতের খাবার ও বৃক্ষ রোপণ করা হয় এবং এই গাছ রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব নেওয়া হয়।

বরিশালঃ

সংযোগ ডে-তে বরিশাল জেলার এতিম শিশুরা অংশ নেয়। ইফতার, রাতের খাবার ও বৃক্ষ রোপণ করা হয় এবং বৃক্ষ রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব নেওয়া হয়।

পটুয়াখালীঃ

পটুয়াখালী জেলায় গাজীমাঝি বালিকা এতিমখানা ও চন্দ্রপাড়া এতিমখানায়  মোট ৪১ জন এতিম শিশু সংযোগ ডে-তে অংশ নেয়। মেয়েদের এতিমখানাতে ইসলামের ভাবগাম্ভীর্য রক্ষা করে হুজুরের কাছে ইফতার ও খাবার হস্তান্তর করা হয়েছে।

পিরোজপুরঃ

পিরোজপুর জেলার এতিম শিশুরা সংযোগ ডে-তে অংশ নেয়। ইফতার, রাতের খাবার ও বৃক্ষ রোপণ করা হয় এবং এই বৃক্ষ রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব নেওয়া হয়।

দিনাজপুরঃ

সংযোগ ডে-তে দিনাজপুর জেলার এতিম শিশুরা অংশ নেয়। ইফতার, রাতের খাবার ও বৃক্ষ রোপণ করা হয় এবং এই বৃক্ষ রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব নেওয়া হয়।

রাজবাড়িঃ

রাজবাড়ি জেলার এতিম শিশুরা সংযোগ ডে-তে অংশ নেয়। ইফতার, রাতের খাবার ও বৃক্ষ রোপণ করা হয় এবং এই বৃক্ষ রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব নেওয়া হয়।

সংবাদ সারাদিন