|| অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
করোনাভাইরাসে বিপদগ্রস্ত সংবাদপত্র হকারদের খাদ্যসহায়তা দিয়েছে সিরাজগঞ্জের সংবাদকর্মীদের সংগঠন টিম দূরন্ত। শুক্রবার সিরাজগঞ্জ জেলা সদরে কর্মরত ৪০ জন সংবাদপত্র হকারকে এসব মানবিক সহায়তা দেওয়া হয়। এসবের মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজ।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা সংবাদপত্র হর্কাস কল্যাণ সমিতির সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা অর্থনৈতিক ভাবে বিপদগ্রস্থ সংবাদপত্র হকারদের পাশে দাঁড়ানোয় টিম দূরন্তের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, এই দুঃসময়ে দূরন্ত টিম ছাড়া এখনও আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। করোনায় পত্রিকার ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে। নেই আয় রোজগার। পরিবার পরিজন নিয়ে আমরা হকাররা খুবই কষ্টে আছি।
গোলাম মোস্তফা আরও বলেন, সমাজে অনেক বিত্তবান ও দানশীল ব্যক্তি আছেন। পাশাপাশি আমরা যারা প্রতিদিন যে সব মানুষের কাছে পত্রিকা পৌছে দিচ্ছি, সবাই যদি একটু করে সহানুভূতির হাত বাড়িয়ে দেন, তাহলে এই দু:সময়ে আমরা কিছুটা হলেও ভাল থাকতে পারবো।
এসময় টিম দূরন্তের আহবায়ক ডা. কে. এইচ মুরাদ, সদস্য সচিব সাংবাদিক মাসুদ পারভেজ, সদস্য সাংবাদিক ইসরাইল হোসেন বাবু, আব্দুস সালাম মামুন, সাইফুল ইসলাম ও মিম ইয়াসমিন উপস্থিত ছিলেন।#
