অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ
সেবা সুনাগরিকত্ব বন্ধুত্ব এই প্রতিপাদ্য নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত ও কমআয়ের মানুষকে খাদ্যসামগ্রি পৌঁছে দিল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবি সংগঠন এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জ।
সোমবার ৬ই এপ্রিল সকালে সিরাজগঞ্জ শহরের গৌরি আরবান উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে করোনাদুর্গত কমআয়ের দিনমজুর, রিক্সা-ভ্যান চালক, অটোচালক ও শ্রমিকসহ একশ’র বেশী মানুষকে পরিবার প্রতি ৭ কেজি চাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম লবন, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ২টি গায়ে মাখা ও কাপড় কাঁচা সাবান সমেত একটি করে প্যাকেট দেওয়া হয়। প্রথম দফায় ৩০ জনকে দেওয়ার পর বাকি ৭০টি প্যাকেট ৭০ জনের বাড়িতে পৌঁছে দেয়া হয়।
এপেক্সসিয়ান সভাপতি রায়হান কবীর মিঠুর সভাপতিত্বে এই এাণসহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম । অন্যান্যের মধ্যে এপেক্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এপেক্সিয়ান মো. হেলাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি এপেক্সিয়ান এ,এইচ, এম মুহিবুল্লাহ মুহিব, জুনিয়র সহ-সভাপতি এপেক্সিয়ান মো. ফরিদুল হক, সাধারণ সম্পাদক এপেক্সিয়ান মো. ফুলাদ হায়দার খাঁন, কোষাধ্যক্ষ এপেক্সিয়ান মজনু মোল্লা, সেবা পরিচালক এপেক্সিয়ান জাফর ইকবাল, এটেনডেন্স পরিচালক এপেক্সিয়ান মাকসুদা খাতুন, সার্জেন্ট এ্যান্ড আর্মস এপেক্সিয়ান আলামিন তালুকদার, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান কোরবান আলী, মো. আব্দুর রহিম ও শাহরিয়ার সবুজসহ অন্য এপেক্সিয়ান সদস্যরা।
খাদ্যসামগ্রী দেওয়ার আগে প্রধান ও বিশেষ অতিথিদের ’Looking Forward’ লেখা কোটপিন পরিয়ে বরণ করেন, এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি এপেক্সিয়ান হেলাল আহমেদ ও সভাপতি এপেক্সিয়ান রায়হান কবীর মিঠু। অনুষ্ঠান সঞ্চালনা করেন এপেক্সিয়ান মো. ফুলাদ হায়দার খান।
অন্যদিকে সিরাজগঞ্জ কারু সমন্বয়ে’র পক্ষ থেকে এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের অতিথি ও উপস্থিত সকলকে মাস্ক উপহার দেন এবং সাধারণ সম্পাদক ও ডিএন এডিটর এপেক্সিয়ান মো. ফুলাদ হায়দার খান অতিথি দু’জনকে মোবাইল হ্যান্ড স্যানিটাইজার উপহার দেন।
প্রধান অতিথি ড. ফারুক আহাম্মাদ তার বক্তব্যে, করোনাভাইরাস রোধে জনসচেতনতা মূলক করণীয় তুলে ধরেন।
এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের এই সহায়তা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে মো. হোসেন আলি ছোট্টুর নেতৃত্বে অন্বেষণ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা।#
প্রচ্ছদ » মানুষের মুখ » সিরাজগঞ্জে করোনাদুর্গতদের ত্রাণসহায়তা দিল এপেক্স ক্লাব
এই সম্পর্কিত আরও সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে অসহায়দের খাদ্য সহায়তা দিলো বিজিবি
আগস্ট ১৫, ২০২১
শোকের আগস্টে নানা কর্মসূচি আওয়ামী লীগের
আগস্ট ১, ২০২১
অসহায়দের খুঁজে খুঁজে খাদ্য সহায়তা দিলেন ইউএনও
জুলাই ৩১, ২০২১
এই বিভাগের সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে অসহায়দের খাদ্য সহায়তা দিলো বিজিবি
আগস্ট ১৫, ২০২১
শোকের আগস্টে নানা কর্মসূচি আওয়ামী লীগের
আগস্ট ১, ২০২১