|| অনলাইন প্রতিনিধি, মাদারীপুর ||
মাদারীপুরের সাড়ে সাতশ’ করোনাদুর্গত পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। শনিবার ৯ই এপ্রিল মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে এক আয়োজনে এসব খাদ্যসহায়তা দেওয়া হয়।
যমুনা ব্যাংকের ব্যবস্থাপক মো. কবির হোসেন জানান, মাদারীপুর সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন ও পৌর এলাকার করোনাদুর্গত পরিবারগুলোকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও ৩ কেজি আলু সহ মোট ১৫ কেজির খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো.ওয়াহিদুল ইসলাম খাদ্যসহায়তা কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লা, যমুনা ব্যাংকের ব্যবস্থাপক মো. কবির হোসেন, সহকারী ব্যবস্থাপক মো. সেলিমসহ স্থানীয় বিশিষ্ট জনেরা।