|| অনলাইন প্রতিনিধি, চট্টগ্রাম ||
করোনা প্রতিরোধে এখন থেকে কাঁচাবাজার বসছে নগরীর চকবাজার এলাকার প্যারেড মাঠে। নগরীতে এই প্রথম খোলা মাঠে বাজার বসলো। শুক্রবার ১৭ই এপ্রিল সকাল থেকে কাঁচাবাজার ব্যবসায়ীরা প্যারেড মাঠে সবজি, মাছ, মাংসসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন।
কাঁচাবাজারের ব্যবসায়ীরা এখন থেকে এখানেই অস্থায়ীভাবে দোকান করবেন। শুরুতে ১০৬ টি দোকান নিয়ে শুরু হয়েছে এই অস্থায়ী বাজার।
সিএমপির সার্বিক তত্ত্বাবধায়নে চলবে এই কাঁচাবাজার। করোনা মোকাবেলার অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চল লকডাউন অবস্থায় রয়েছে। ইতোমধ্যে সারাদেশ করোনা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সরকার। দেশের বেশীরভাগ মানুষ রয়েছেন ঘরবন্দী। এমন অবস্থায় সপ্তাহে অন্তত একদিন কাঁচাবাজারে যেতে হচ্ছে খাদ্যদ্রব্যের জন্য। তাই করোনা ঝুঁকির মধ্যে প্রয়োজন ছিলো সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলা একটি বাজার।
এদিকে প্যারেড মাঠে বসানো বাজার দেখতে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ প্রসঙ্গে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ বলেন, প্যারেড মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসায়ীদের বসানো হয়েছে। বাজারে প্রবেশের পথে জীবানুনাশক দিয়ে হাত পরিষ্কার করে ঢোকানোর ব্যবস্থা রাখা হয়েছে। ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ক্রেতাদের পণ্য বিক্রির সময় সামাজিক দূরত্ব বজায় থাকে।#
![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/08/rsz_লক্ষ্মীপুরে_স্বেচ্ছাসেবী_সংস্থা_ও_ব্যাক্তির_মাঝে_অনুদানের_চেক_বিতরন_pic-2.jpg?fit=300%2C185&ssl=1)