|| সারাবেলা প্রতিবেদক ||
তথ্য অধিদফতরের সাবেক বিতরণ কর্মকর্তা মো. ইসহাক শুক্রবার ৩০শে জুলাই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর। মরহুমের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নাজিরপুর গ্রামে।
তিনি তাঁর স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তাঁর মৃত্যুতে প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া এবং তথ্য অধিদফতরের সকল কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক জানিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
সংবাদসূত্র: তথ্যবিবরনী