শ্রীনগরে বন্যার্তদের খাদ্যসামগ্রী বিতরণ

।। সারাবেলা প্রতিনিধি, শ্রীনগর ।।

শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের কোলাপাড়া স্কুল রোড, ব্রাহ্মন পাইকশা, দুগাছি, নাওপাড়াসহ বিভিন্ন স্থানে বন্যা কবলিত এলাকা পরির্দশন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার।

মঙ্গলবার ২১ জুলাই দুপুরে কোলাপাড়ায় পানিবন্দী মানুষের খোঁজ খবর নেন ইউএনও । পরির্দশনকালে অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ত্রাণ সামগ্রী, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও মাস্ক বিতরণ করেন।

অপরদিকে দুর্যোগ মোকাবেলায় কোলাপাড়া উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থানকারী এক পরিবারকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেন ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আশেকুর রহমান, কোলাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবী টিম ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন