|| অনলাইন প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
করোনার কারণে কর্মহীন হওয়া ১৬শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈদয় নজরুল ইসলাম।
বৃহস্পতিবার ২১ মে সকাল ৯ টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই উপজেলার শিবগঞ্জ স্টেডিয়ামে ১৬’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সৈদয় নজরুল ইসলাম বলেন, করোনার কারণে বিভিন্ন শ্রেনীর মানুষ কর্মহীন হয়ে পড়ায় সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এরই অংশ হিসেবে জিকে ফাউন্ডেশন বা নিজ উদ্যোগে প্রায় ১৬শ পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য-ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুর রহমান এডু, জিকে ফাউন্ডেশনের পরিচালক, সৈদয মনিরুল ইসলাম, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিরাজসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
সসা/জেডআই/এসএম