|| অনলাইন প্রতিনিধি, লালমোহন ( ভোলা) ||
করোনাদুর্যগে কৃষি উৎপাদন ঠিক রাখতে ভোলার লালমোহন উপজেলার সাড়ে ৬শ’ প্রান্তিক কৃষককে দেওয়া হলো বীজ ও সার। শনিবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কৃষকদের রাষ্ট্রের পক্ষ থেকে এসব বীজ ও সার দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিচ্ছি। কৃষকগণ তাদের বাড়ির আঙ্গিনাসহ খালি পড়ে থাকা জায়গায় চাষাবাদের মাধ্যমে ফসল উৎপাদন করবেন। এতে করে আমরা বর্তমান এ মহামারী পরবর্তী খাদ্য ঘাটতি পূরণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ।
উপজেলা কৃষি অফিস আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহিদুল ইসলাম নবীণ, কৃষি অফিসার এ এফএম শাহাবুদ্দিন।