|| অনলাইন প্রতিনিধি, লালমোহন (ভোলা) ||
মহামারী করোনার প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া ভোলার লালমোহনের ৫শতাধিক ইটভাটা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ৩০ মে সকালে লালমোহন ইটভাটা মালিক সমিতির আয়োজনে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে জনদুরত্ব বজায় রেখে শ্রমিকদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, “করোনার প্রাদূর্ভাবে দীর্ঘদিনের লকডাউনে কর্মহীন হয়ে কষ্টে দিনাতিপাত করছিলেন ইটভাটা শ্রমিকরা। তাদের জীবিকার কথা ভেবেই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, পর্যাপ্ত ত্রাণ রয়েছে, সবার কাছে ত্রাণ পৌঁছে দিতে সাধ্যমত চেষ্টা করছে সরকার। পর্যায়ক্রমে সকলেই সহায়তা পাবেন।”
এছাড়া এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেও ৩৮০জন মায়ের হাতে ঈদ পরবর্তী প্রধানমন্ত্রীর উপহার “শিশু খাদ্য” তুলে দেন এমপি শাওন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ইটভাটা মালিক সমিতির আহবায়ক আবুল কাশেম চেয়ারম্যান প্রমূখ।
সসা/এসএস/এসএম/এসকে