|| অনলাইন প্রতিনিধি, মাদারীপুর ||
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চলতি বোরো মৌসুমে ধান কাটা নিয়ে যারপর নাই বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের কৃষক। এই পরিস্থিতিতে মাদারীপুরের রাজৈর উপজেলায় গরীব বর্গাচাষীদের ধান কাটতে সহায়তা করছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে উপজেলা ছাত্রলীগের ২০ সদস্যের একটি দল কদমবাড়ি ইউনিয়নের মধ্যপাড়ায় এলাকার মুক্তিযোদ্ধা নিখিল বিশ্বাসের ধান কেটে দেয় তারা। ছাত্রলীগ নেতাকর্মীদের এমন সহায়তায় খুশি কৃষকসহ এলাকার লোকজনও।
কৃষক নিখিল বিশ্বাস বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে ধান কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। এমন সময়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম তার দলীয় নেতাকর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এ আমার জন্য বড় উপকার।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম জানান, ওই কৃষক শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলো না। এমন খবর পেয়ে সকালেই আমার দলীয় নেতাকর্মীদের নিয়ে ধান কেটে কৃষকের বাড়িতে দিয়ে আসি। ছাত্রলীগের এই সহায়তা চলতে থাকবে বলেও জানান জাহিদ।#