|| অনলাইন প্রতিনিধি, মাদারীপুর ||
মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের বিলবাসি গরীব ও নিম্নআয়ের ৫শ’র বেশী পরিবারকে খাদ্যসহায়তা দিল নবগ্রাম যুবকেরা। বৃহস্পতিবার সকালে নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুর্গতদের বাড়িতে গিয়ে খাদ্যসহায়তা পৌঁছে দেন স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠন নবগ্রাম যুব সমাজ। কখনো পায়ে হেঁটে, কখনো মোটরসাইকেলে দূরদূরান্তের এসব মানুষের কাছে তারা এসব খাদ্যসহায়তা পৌঁছে দেন।
নবগ্রাম যুব সমাজের প্রধান সমন্বয়কারী নৃপেন বৈদ্য বলেন, আমরা নবগ্রাম যুব সমাজ সম্পূর্ণ স্বেচ্ছায় নিজ উদ্যোগে খাদ্যসহায়তা সংগ্রহ করে গরীব মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে ৫শ’র বেশী পরিবারকে প্রতি প্যাকেটে দুই কেজি মুড়ি, দুই কেজি আটা, গুড়ো দুধ ২’শ গ্রাম, এক প্যাকেট হরলিক্স বিস্কুট, আধা কেজি টোষ্ট বিস্কুট, চা পাতা, প্যারাসিটামল, স্যালাইন, গ্যাসের ট্যাবলেটসহ ১২ ধরণের সামগ্রী ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছি।
এতে পরামর্শ ও প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন মাদারীপুর-৩ আসনের (কালকিনি ও সদরের একাংশ) সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ।
কালকিনি উপজেলার পশ্চিম অংশে কোটালীপাড়া সীমান্ত ঘেষা নবগ্রাম ইউনিয়নটির প্রায় পুরোটাই বিল অধ্যুষিত হওয়ায় এখানের মানুষ করোনা অভিঘাতে পুরো কর্মহীন হয়ে পড়েছে। তাদের এই অবস্থায় যুবসমাজের সহায়তা চালিয়ে যাওয়া হবে বলেও জানান নৃপেন বৈদ্য।